১৩ মার্চ ২০২১ শনিবার গাজীপুর জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়নের ডেইরী ও পোলট্রি খামারিদের প্রশিক্ষণ ও মিলন মেলার আয়োজন করা হয় । খামারিদের প্রশিক্ষণ ও মিলন মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি আওয়ামী লীগ নেতা মো: আকরাম হোসেন বাদশা এবং প্রধান আলোচক হিসেবে উপস্হিতি ছিলেন ডা. মো উকিল উদ্দিন জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা গাজীপুর । সম্মানিত অতিথি জনাব ডা: মো সেলিম উল্লাহ উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা,গাজীপুর সদর, এবং জনাব ডা: ফৌজিয়া কাদের উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা,কালিয়াকৈর। সভাপতিত্ব করেন জনাব মো এমদাদ হোসেন আহ্বায়ক গাজীপুর সদর উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন,মির্জাপুর ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি জনাব মো শাহিনূর ইসলাম শাহিদ সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ডেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন, এবং জনাব মো হাবিবুর রহমান হাবিব, সবাপতি গাজীপুর সদর উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন। মির্জাপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটির আয়োজনে সকাল ৯.৩০ মিনিটে কোরআন থেকে তেলাওয়াত দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। খামারীদের প্রশিক্ষনের কার্যক্রম চলে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত । প্রধান অতিথির বক্তব্যে আকরাম হোসেন বাদশা বলেন ,মহামারী বস্তুতই নানান হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। অনেকে আগে স্বচ্ছল ছিলো কিন্তু মহামারীর আফটার ইফেক্টের ফলে দারিদ্রের দুষ্টচক্রে আবদ্ধ হয়েছে। এক্ষেত্রে আমি নিজে একজন খামারী হিসেবে আশেপাশের সহ অন্যান্য এলাকার খামারীদের সার্বিক অবস্থার খোঁজ-খবর রাখা তথা পর্যবেক্ষণ করা আমার নৈতিক দায়িত্ব। আর মহামারীর কারণে এই দায়িত্ব পালন আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। আজ প্রায় ২০০ খামারীদের মহামারীর ক্ষতি পুষিয়ে উঠা এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে অধিক উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া এবং সার্টিফিকেট বিতরণের পাশাপাশি মধ্যাহ্নভোজনের ব্যবস্থার করা হয় গাজীপুরের কালিয়াকৈর এলাকার গুলবাগিচা রিসোর্টে।
Leave a Reply