গাজীপুরের শ্রীপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার (৫ মে) দুপুর দুইটায় টেপিরবাড়ী পশ্চিম পাড়া এলাকার বাংলাদেশ স্টিল ট্রেডের মালিকের বাংলো বাড়ি থেকে বৈদ্যুতিক পাখায় ঝুলে থাকা লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক যশোরের চৌগাছা থানার দিঘলসিঙ্গা গ্রামের মৃত সানাউল্লাহর সন্তান জাহাঙ্গীর আলম (৩৫)। সে বাংলো বাড়ির নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিল।
নিহতের স্ত্রী জোহরা আক্তার সুমি জানান, আসামি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল। বিভিন্ন সময় মারা যাবে এমনটা বারবার বলতো। আজ রবিবার ফজরের নামাজের পর কোন এক সময় ওই রুমে গিয়ে কোন এক সময় আত্মহত্যা করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কারো কোনো অভিযোগ না থাকায়, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply