গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা রোববার (৫ এপ্রিল) রাতে টিনশেড ভবনের ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।এ সময় স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আশিকুর রহমান জানায়, রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকার টিনশেড ভবনের ঝুটের গোডাউনে আগুন লাগে। এ সময় টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, এখন ডাম্পিং (আগুন পুরোপুরি নেভানো) এর কাজ চলছে। কতগুলো গুদাম পুড়েছে, আগুনের সূত্রপাতের কারণ ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে অর্ধশতাধিক ঝুট ও অন্যান্য মালামালের গুদাম পুড়েছে।
Leave a Reply