গাজীপুরের উত্তর ছায়াবিথীর ৫’শ হত-দরিদ্র পরিবারকে আজ ত্রাণ দিয়েছেন অা.লীগের কেন্দ্রিয় মানবিক নেতা অাকরাম হোসেন বাদশা
সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধির প্রতিটি নির্দেশণা অনুসরণ করে অসহায় এসব পরিবারের কাছে অনেকটা নিভৃতেই খাদ্য সহায়তা পৌঁছে দেন প্রচারবিমুখ অা.লীগের মানবতাপ্রেমিক নেতা অাকরাম হোসেন বাদশা।
অামেরিকার অালোকিত বর্ণীল জীবন ছেড়ে জন্মতিথি শ্রীপুরের দমদমায় ফিরে এসে তিনি মৎস খামার গড়ে তোলেন।একই সাথে তিনি গরু হাঁস মুরগীর খামার এবং কৃষি উন্নয়ন ও সবজি চাষে ও এসবের জেনেটিক উন্নয়নে যুগান্তকারি পদক্ষেপ গ্রহন করে সফল কৃষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পাদপীঠে নিয়ে অাসতে সক্ষম হন।
সারা দেশের রাজনৈতিক নেতা,মেম্বার চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যখন ত্রাণ লোপাট, চাঁদা তুলে অাত্মসাত, নিজ অর্থায়ণে ত্রাণ বিতরণের অভিযোগ, তখন গাজীপুরের প্রিয় মুখ অাকরাম হোসেন বাদশা ত্যাগে ঘামে অর্জিত নিজের খামারের মাছ বিক্রির হালাল টাকায় একের পর এক ত্রাণ বিতরণ ও মানবিক সাহায্য দিয়ে ইতিমধ্যেই জনগনের মধ্যে অালোচিত নন্দিত ব্যক্তিত্বে পরিনত হয়েছেন।
ইতিপূর্বে তাকে জামালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ,শীতবস্ত্র বিতরণ,অটিস্টিক মানুষকে হুইল চেয়ার ও অর্থ সহায়তা প্রদান,ঢাকায় বস্তিগুলোতে রেল স্টেশনে,মহাসড়কে পড়ে থাকা অভূক্ত মা শিশুকে খাদ্য সহায়তা প্রদান,বিন্দুবাড়ি, দোয়াইবাড়ি,ভূমিহীন খাসপাড়ায় করোনায় কর্মহীনদের ৩’শ পরিবারের মধ্যে নিরবে কোন ঢাক ঢোল না পিটিয়ে বা ফটোসেশন না করে ত্রাণ দিতে দেখা যায়।
এছাড়া বর্হিবিশ্বে সুদান ও সুমালিয়ার যুদ্ধবিধ্বস্ত মানবতার পাশে,শ্রীলঙ্কায় এক সময়ের যুদ্ধকালিন iঅভূক্তদের মাঝে ত্রাণ বিতরনের অনন্য রেকর্ড রয়েছে তার মানবিক জীবনচারণের স্বর্ণালী ইতিহাসে।
অাজ তিনি তার গাজীপুরস্থ বাসা সংলগ্ন উত্তর ছায়াবিথীর ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে মৎস খামার থেকে প্রাপ্ত লাভ্যাংশের সমুদ্বয় হালাল টাকা দিয়ে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল,২ কেজি অালু,১ কেজি ডাওল দিয়ে খাদ্য সহায়তার অনন্য নজির স্থাপন করেলেন সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে,সম্পূর্ন প্রচারবিমুখভাবে একাকি নিভৃতে।
Leave a Reply