গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ কলেজ মোড় থেকে বেলকা পাঁচপীর যাওয়া আসা রাস্তা টি সংকরন করা দাবি এলাকায় বাসী।
সুন্দরগঞ্জ উপজেলা থেকে বেলকা পাঁচপীর যাওয়া আসা রাস্তায় বৃষ্টির পানি দিয়ে সাইড ভেঙে যাচ্ছে
এর কারণে দুর্ভোগে পড়ছে অটোবাইক রিক্সা চালক মোটর সাইকেল।
সহ সব যানবাহন গাড়ি
জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাওয়া-আসা করতেছে
রাস্তাটির উপর দিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে
তা জানা সত্ত্বেও পরিবারের মুখে খাবার তুলে দিতে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছে দিতেছে অটো বাইক রিকশাচালক সিএনজি মোটরসাইকেল
সহ বিভিন্ন যাত্রীবাহী গাড়ি এই বিপদের হাত থেকে বাঁচতে রাস্তার টি সংকরণ করার দাবি এলাকাবাসীর
Leave a Reply