ধনবাড়ি উপজেলার শিরনকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭০ জন ছাত্র-ছাত্রীকে একসাথে সারা বছরের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ দেয় সংগঠনটি। একই ভাবে আগামী ৪ বছর একই শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ এবং অন্যান্য সহযোগিতা করা হবে বলে জানান সেইফ ফাউন্ডেশনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন। তিনি আরো বলেন, শিক্ষিত হওয়ার যে আনন্দ আমরা পেয়েছি তা পৌঁছে দিতে চাই সকল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে। সেইফের কার্যক্রমে সহায়তা দানকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ্ব মাওলানা নাজমুল হক তার বক্তব্যে বলেন, বিদ্যালয় থেকে বিনামূল্যে বই পাওয়ার পর সারা বছর জুড়ে স্কুল ব্যাগ, খাতা, কাগজ, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর সহ অনান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে এ এলাকার অনেক দরিদ্র শিক্ষার্থী শিক্ষার আনন্দ থেকে বঞ্চিত। উচ্চ শিক্ষার স্বপ্ন তাদের কাছে দুঃস্বপ্ন। সুবিধবঞ্চিত শিশুদের স্বপ্ন বিনির্মানে সেইফ ফাউন্ডেশনের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, একসাথে সারা বছরের প্রয়োজনীয় সব শিক্ষা উপকরণ হাতে পেলে অন্তত এই ক্লাশ লেখাপড়া চালিয়ে নেওয়ার মানসিকতা তৈরি হয় ছাত্রছাত্রীদের। অভিভাকরাও তখন সন্তান কে কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতে সাহস পায়। ফলে ড্রফ আউট কমে আসে। সেইফ ফাউন্ডেশনের খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির হোসাইন রিতুন এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন শিরন কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন হুমায়ুন, বানিয়াজান ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরূজ্জামান স্বপন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ফরিদ, ফ্যালকন ভেনচার লিঃ এর পরিচালক কামরূল হুদা শামীম, মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক মোঃ মিজানুর রহমান এবং সেইফ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন সবুজ ও কার্যকরী পরিষদ সদস্য রিয়াজ, আরিফ, রিয়াদ, রাজন। সেইফ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারূণ্যের যুথবদ্ধ আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দীর্ঘ আট বছর যাবত দেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।
Leave a Reply