করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিলেন গফরগাঁও যুবলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকালে যুবলীগের আহবায়ক সালাউদ্দিন পলাশের নেতৃত্বে এবং সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের নির্দেশে গফরগাঁও উপজেলা যুবলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকদের পাকা ধান কেটে দেন।
বিষয়ে যুবলীগের আহব্বায়ক সালাউদ্দিন পলাশ জানান, গফরগাঁওয়ের মাননীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে সাড়া দিয়ে গফরগাঁও উপজেলা যুবলীগ ধান কাটায় অংশ নিয়েছে। কৃষক না বাঁচলে আমাদেরও না খেয়ে থাকতে হবে।
এসময় তিনি আরো বলেন, অসহায়-কর্মহীন কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে যুবলীগের নেতাকর্মীরা সবসময় থাকবে। যতদিন কৃষকের জমির ধান ঘরে তোলা শেষ না হবে ততদিন এ কর্মসূচি চলবে। যত দ্রুত সম্ভব কৃষকের স্বপ্ন ঘরে তুলে দিতে আমরা বদ্ধ পরিকর।পাশাপাশি যুবলীগের সবাইকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহব্বায়ক মাহমুদুল হাসান সজীব, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহম্মেদ, উপজেলা যুবলীগের সদস্য অধ্যাপক আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য শাহজালাল প্রমুখ।
Leave a Reply