কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমিরা কাটা নামক জায়গাতে আজ সকালে রাসেল (২২) নামে একজনের কাছে ইয়াবার সন্ধান পেলে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ খুনিয়াপালং ইউনিয়নের সভাপতি পারভেজ হোসেন নওশাদের নেতৃত্বে আজগর আলী ড্রাইভারের বাসা ঘেরাও করা হয়।
তখন আজগর আলী ড্রাইভারের পরিবারের লোকজন ইয়াবা কারবারি রাসেলকে এবং তার সহযোগী সাইফুলকে পালিয়ে যেতে সাহায্য করে।
নওশাদের নেতৃত্বে সবাই রাসেলকে প্রায় ২ কিলোমিটার পথ ধাওয়া করে হাতেনাতে ধরে খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাবুদকে খবর দেয়।
আব্দুল মাবুদ চেয়ারম্যান হিমছড়ি পুলিশ পাড়ি ও রামু থানাকে খবর জানালে পুলিশ এসে ইয়াবা সহ ইয়াবা কারবারি রাসেলকে গ্রেফতার করে।
রাসেলের সহযোগী আজগর আলী ড্রাইভারের ছেলে সাইফুল পালিয়ে যায়।
ইয়াবা কারবারি রাসেল আজগর আলী ড্রাইভারের গাড়ির হেলপার।
ইয়াবা কারবারি রাসেলের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
Leave a Reply