বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন

খানসামায় ২টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ও ২টি ত্রাণের ব্রীজের শুভ উদ্বোধন

মোঃ জসিম উদ্দিন: খানসামা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

দিনাজপুরের খানসামা উপজেলায় দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দুইটি ত্রাণের ব্রীজ উদ্বোধন করলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। মঙ্গলবার (২৩মার্চ) সকালে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন ও ৭৫ লক্ষ টাকা ব্যয়ে আলোকঝাড়ী উচ্চ বিদ্যায়লের ৪তলা ভীত বিশিষ্ট ১তলা ভবন এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে আলোকঝাড়ী গাইনডুবা ও উত্তর বালাপাড়া এলাকায় ৩৮ ফুট দৈর্ঘ্যের দুটি ত্রাণের ব্রীজ উদ্বোধন হয়। এসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী আঃ আউয়াল,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,ওসি শেখ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহারুল ইসলাম,চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল,গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আফজাল হোসেন,আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর রায়, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আসম আতাউর রহমান,গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুর আলম, গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃআকবর আলী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী ও আক্তার হোসেন দেওয়ান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোকছেদুল গণি রাব্বু শাহ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ টেংকু, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,শ্রম বিষয়ক সম্পাদক বিপ্লব,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ ও যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581