প্রতিনিধিঃ–আগামী ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের খামসামা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যান সেবা সংঘ” এর উদ্দ্যোগ্যে কুইজ,ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুস্ঠানের অায়োজন করা হয়েছে। অনুস্ঠানটি উপজেলার ছাতিয়ান গড় গ্রামের মাদার দরগাহ্ দারুল হিকমা নুরানি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুস্ঠিত হবে। এই সংগঠনের মূল লক্ষ্য হলো মানবতার কল্যানে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করা,এলাকার যুব-সমাজকে বিনোদনের জন্য ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। তারই ধারাবাহিকতায় এই অনুস্ঠানে থাকবে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নারী ও পুরুষ দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা। যেমন বাচ্চাদের বেলুন দৌড়, মহিলাদের বালিশ খেলা,বয়স্ক মুরব্বিদের জন্য হাড়ি ভাঙা,বালকদের জন্য ওয়ান ম্যান আর্মি, সবার জন্য উম্মুক্ত হাসঁ ধরা খেলা ইত্যাদি। এছাড়াও অনুস্ঠানে থাকবে যেমন খুশি তেমন সাজোঁ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন,মোস্তাফা অাহম্মেদ শাহ্,চেয়ারম্যান ৩নং অাঙ্গারপাড়া ইউপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন–অালহাজ্ব ওসমান গনি(ভাইস পেন্সিবল মাদার দরগাহ মাদরাসা) মোঃ অানোয়ার হোসেন–(প্রভাষক বাংলা ভাষা কলেজ) খেলা উব্দোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী মানিক চন্দ্র– সদস্য ৭ নং ইউপি ও মোঃ রশিদুল ইসলাম শাহ্– সদস্য ৮ নং ইউপি । মানব কল্যান সেবা সংঘের প্রতিস্থাতা ও সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন,গ্রামের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি আকর্ষণ করতে এই অনুষ্ঠান এর আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত।
Leave a Reply