প্রতিনিধি-শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপর্যুক্ত পরিবেশ ও মানসিক বিকাশের সুযোগ। এলক্ষকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় অত্যন্ত মনোরম পরিবেশে উপজেলা পরিষদের কেন্দ্রস্থলে নির্মিত হচ্ছে নান্দনিক সৌন্দর্য্যরে শিশু পার্ক। এখানে শিশুদের খেলার উপযোগী দোলনা, স্লাইড, ইত্যাদি রয়েছে। ছায়া শীতল গাছপালায় ঘেরা উপজেলা প্রশাসনিক ভবনের ঠিক পিছনে অবস্থিত। প্রতিদিন অসংখ্য শিশু এখানে এসে সময় অতিবাহিত করে। এখানে রয়েছে অবসর কাঠানোর সুবিধা। শিশুদের মেধা বিকাশ ও আনন্দঘন পরিবেশে চিত্তবিনোদনের লক্ষে উপজেলা শিশুপার্কটি নতুনরূপে বিভিন্ন স্থান সৌন্দর্য্যরে নান্দনিকতায় সাঁজিয়ে তোলা হচ্ছে। দীর্ঘদিন অব্যবহৃত পার্কের স্থানটির সংস্কারের পর নতুনরূপ দিতে নিরলসভাবে কাজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম। ২০২০ থেকে শিশুপার্কটি সাঁজানোর কাজ শুরু হয়। চলতি বছর জানুয়ারিতে এটির পূর্ণরূপ দিতে দ্রুত গতিতে চলছে কাজ। পার্কটিতে ইতিমধ্যে দর্শনার্থী ও শিশুদের বসার স্থান, দোলনা ছাড়াও শিশুদের পছন্দের হাতি, ঘোড়া, জিরাফ, বাঘ, জেব্রা, হরিণ, প্রজাপতি, বলাকা, ক্যাঙ্গারু, দোয়েল, সিংহ, উটপাখি, পেঙ্গুইন, ড্রাগন, ডাইনোসর, বানর, গরিলা, সারোস পাখি, ময়ূর, হাঁস কার্টুন, ফ্লাই ম্যাংগো, ঈগল পাখি, ম্যাকাও, ব্যাঙ গিটার, ডোরেমোন, কফিকাপ, ট্রাইবোন রাউন্ড দোলনা, সুইং চেয়ার, রেড নানা প্রাণির মুরাল ও ফ্লাইং রাইডস স্থাপন করা হয়েছে। নির্মাণাধীন শিশুপার্কটি দেখতে আশপাশসহ পার্শ্ববর্তী এলাকার শিশুরা-কিশোর ও অভিভাকরা প্রতিদিন বিকেলে পার্ক দেখতে ছুঁটে আসছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, শিশুদের মেধা বিকাশে ভালো বিনোদন কেন্দ্র প্রয়োজন। এ স্থানটি দীর্ঘদিন যাবৎ অযত্ন আর অবহেলায় পড়েছিল। এটি সংস্কার করে শিশু এবং বিনোদন পিপাসুদের জন্য বিনোদন উপযোগি করা হচ্ছে। রাইডস-মুরালগুলো ঢাকা থেকে আনা হয়েছে। আশা করি অল্প দিনের মধ্যে মোটামুটি কাজ শেষ হবে। তবে করোনাকালে নিরাপদ দূরত্বে শিশুপার্ক দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
Leave a Reply