কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ আরো ♦১১২জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ♦৮৮৫জনে, চিকিৎসাধীন ৭৪৩ জন, সুস্থতা লাভ করেছেন ১১১ জন, সংকটপূর্ণ ২৩জন ও মৃত্যু হয়েছে ১জনের।
”করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী আজ নতুন করে আরো ১০জন সহ শনাক্ত মোট ৪৭জন”
এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলসহ আরো বেশ কয়েকটি ক্যাম্পে ২৪৭৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
?বর্তমানে কুয়েতে ”জরুরী অবস্থা” চলছে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
?৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য প্রবাসী অধ্যুষিত মাহবুলা ও জিলিব আল সুয়েখ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
Leave a Reply