শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে হোম আইসোলেশনে করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২০

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে হোম আইসোলেশনে থেকে করোনা পজিটিভ এক রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত পল্লী চিকিৎসক নুর ইসলাম মন্ডল (৬২) নাগেশ্বরী রাম খানার পুর্ব নাখারগঞ্জ গ্রামের মৃত রমজান আলী মন্ডলের পুত্র।

পারিবারিক সুত্র জানায়, করোনা উপসর্গ থাকায় গত ৪ আগস্ট তার নমুন সংগ্রহ করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য বিভাগ। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে ছিলেন। গত ৬ আগষ্ট তার নমুনার ফলাফল পজেটিভ আসে। সোমবার ১০ আগষ্ট সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি।

সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে জানিয়ে বলেন, করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণকারীর সংখ্যা ১০ এ উন্নীত হলো।

এদিকে ইকরামুল উম্মাহ ফাউন্ডেশনের জেলা সভাপতি মুফতি আমিনুল ইসলাম বেলালীর নেতৃত্বে তার দল মৃতের নামাজে জানাজা সম্পন্ন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি বেলালী জানান, তিনি ও তার দল বাদ জোহর প্রচলিত স্বাস্থ্য বিধি মেনে মৃতের কাফন দাফন ও নামাজে জানাজা সম্পন্ন করেন। তিনি আরও জানান যে, এনিয়ে ফাউন্ডশনের পক্ষ থেকে তিনি এবং তার দল জেলায় করোনায় মৃত ৭ জনের দাফন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581