দৌলতপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দৌলতপুরের সর্বস্তরের মানুষ।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ্যাড,এজাজ আহম্মেদ মামুন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ সদস্য জনাব আফাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড শরীফ উদ্দিন রিমন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম,বাংলাদেশ আওয়ামীলীগ কুষ্টিয়া জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ সরদার তৌহিদুল ইসলাম, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, জেলা পরিষদের সদস্য মায়াবী রোমান্স মল্লিক,উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,বীর মুক্তি যোদ্ধা মোঃ হায়দার আলী, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপস্থিত ছিলেন। এছাড়াও দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টাস ক্লাব, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে কেক কেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
Leave a Reply