কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহন আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মোহন আলী দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলাম বাবুর ছেলে। পুলিশ জানায়, তিনি তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, ভেড়ামারা হাডিঞ্জ ব্রিজ এলাকায় একদল ডাকাত অস্ত্র নিয়ে জড়ো হয়েছে- খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোহন আলীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তিনি আরও জানান, মোহন আলী শীর্ষ ডাকাত ছিলেন। কুষ্টিয়া ছাড়াও আশে পাশের জেলায় দলবল নিয়ে ডাকাতি করতেন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করেছে।
Leave a Reply