মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরে সাংবাদিকদের সাথে করোনা সহায়তা তহবিলের অর্থ সংগ্রহ কমিটির মতবিনিময়! ? Matrijagat TV

সেলিম রেজা, কুষ্টিয়া প্রতিনিধি॥
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

কুষ্টিয়ার দৌলতপুরে কর্মহীন,দরিদ্র, দিনমজুর,দুস্থ ও অস্বচ্ছলদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের লক্ষে গঠিত করোনা সহায়তা তহবিলের ‘অর্থ সংগ্রহ কমিটি’-এর প্রতিনিধিগণ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, দৌলতপুর কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুনতাকিমুর রহমান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন ও সেলিম রেজা। সভায় উল্লেখ করা হয়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি স্থানীয় উদ্যোগে দৌলতপুরের কর্মহীন, দরিদ্র, দিনমজুর, দুস্থ ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ত্রাণ সহায়তার প্রদানের লক্ষে একটি ‘অর্থ সংগ্রহ কমিটি’ গঠন করা হয়েছে। গত শনিবার (১৮ এপ্রিল) দৌলতপুর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা-এর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান সমন্বয়ক দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী। উপদেষ্টা রয়েছেন, সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ ও সোনালী খাতুন আলেয়া। উঃ চেঃ কাঃ দৌলতঃ কুষঃ ২০২০-২২ স্মারকে উপজেলা কৃষি অফিসার আহ্বায়ক এবং দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৯ সদস্যের অর্থ সংগ্রহ কমিটি গঠন করা হয়। আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে করোনা সহায়তা তহবিল হিসাব নং-৩০০৬৪০২০০০৯১০ সোনালী ব্যাংক, দৌলতপুর শাখা থেকে সংগৃহীত অর্থ উত্তোলন ও স্বচ্ছতার ভিত্তিতে সকলের সমন্বয়ে দৌলতপুরের কর্মহীন, দরিদ্র, দিনমজুর, দুস্থ ও অস্বচ্ছলদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হবে এমন সিদ্ধান্ত হয়। অর্থ সংগ্রহ কমিটির করোনা সহায়তা তহবিলে স্বেচ্ছায় কোন ধনাঢ্য ও সহৃদয়বান ব্যক্তি অর্থদান করতে পারবেন। দৌলতপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং সকল কলেজের শিক্ষকবৃন্দ ৫’শ টাকা করে অর্থ সংগ্রহ কমিটির ‘করোনা সহায়তা তহবিলে’ জমা দিবেন এমন সিদ্ধান্তের আলোকে অর্থ সংগ্রহের কাজও শুরু করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ। এছাড়ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণও একইভাবে ‘করোনা সহায়তা তহবিলে’ অর্থ জমা দিবেন মতবিনিময় সভায় এমনটি জানানো হয়। করোনা দূর্যোগকালীন সময়ে কেউ যেন খাদ্যাভাবে কষ্ট না পায় সেই লক্ষ্য নিয়ে দৌলতপুর ‘করোনা সহায়তা তহবিল’ গঠিত হয়েছে। আর এ তহবিলের সমুদয় অর্থ ব্যয় করা হবে করোনা সংক্রান্ত দরিদ্র ও দুস্থদের মাঝে। এমনটি মতবিনিময় সভায় জানানো হয়। করোনা সহায়তা তহবিলে গঠিত অর্থ সংগ্রহ কমিটির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581