কুষ্টিয়া দৌলতপুরে পাঁচ মামলার আসামি জাহিদুল ইসলাম জাদুকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
কুষ্টিয়া দৌলতপুরে পাঁচ মামলার আসামি জাহিদুল ইসলাম জাদুকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান জানান রবিবার দিবাগত রাতে উপজেলার ফারাকপুর বটতলা সিদ্দিকের বাড়িতে অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে জাদু এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় একটি দেশীয় শাটারগান তিন রাউন্ড গুলি ও ৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে।
তিনি আরো জানান আটককৃত জাদু দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় জাহিদুল ইসলাম জাদুর নামে অস্ত্র ও মাদকের আলাদা দুটি মামলা করা হয়।
Leave a Reply