কুষ্টিয়া ভাদালিয়া স্বস্তিপুর, কাচারী পাড়া গ্রামের মৃত বদরউদ্দিনের দুই ছেলে নিজাম উদ্দিন ও রুহুল আমিন দীর্ঘ ১৭ বছর ধরে সরকারি জমি দখল করে সাধারণ রিসোর্স সেন্টার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং মাওলানা বদরুদ্দীন ফোরকানিয়া মাদ্রাসার নামে একটি প্রতিষ্ঠান খুলে ফ্যামিলি ও ব্যাচেলরদের ভাড়া দিয়ে আসছে। সত্যতা যাচায়ের জন্য দৈনিক ভোরের চেতনার একটি টিম সরজমিনে গিয়ে দেখেন তার বাস্তব চিত্র। এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন নিজামুদ্দিন ও রুহুল আমিন দীর্ঘদিন ধরে সরকারি রাস্তাটি অবৈধভাবে দখল করে একটি স্কুল ও মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে ফ্যামিলি ও ব্যাচেলর ভাড়া দিয়ে টাকা তুলে আসছেন ।এ বিষয়ে আমরা এলাকাবাসী যদি নিজামুদ্দিন ও রুহুল আমিনের সাথে কথা বললে তারা তাদের গুণ্ডাবাহিনী দিয়ে বিভিন্ন সময় আমাদের উপরে হুমকি-ধামকি দিয়ে আসছে তাই আমরা কিছু বলতে পারিনা এ বিষয়ে সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি রাস্তা ফাঁকা করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে রুহুল আমিনের কাছ থেকে জানতে চাওয়া হলে, রুহুল আমিন দাবি করেন এই জমি আমাদের এটা কোন সরকারি জমি না, এ জমির প্রকৃত মালিক আমরা, এ জমির কাগজ আছে। ভোরের চেতনার একটি টিম কাগজ দেখতে চাইলে সে কোন কাগজ দেখাতে পারেন নাই। আমরা স্থানীয় ভূমি কর্মকর্তা সুমিত কুমার বাগচী এর কাছে এ বিষয়ে জানতে চাইলে ভূমি কর্মকর্তা আমাদের জানান, এটা সরকারি রাস্তার জমি নিজাম উদ্দিন ও রুহুল আমিন দীর্ঘদিন ধরে ১৫ ফিট রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে আছে, আমরা পূর্বেও সরকারি জমি দখলমুক্ত করার নোটিশ দিলে নোটিশকে অবজ্ঞা করে দখল মুক্ত করেন নাই। এবিষয়ে কুষ্টিয়া এসি ল্যান্ড মহোদয়কে অবগত করা হলে, এসি ল্যান্ড মহোদয় এ বিষয়ে সরোজমিনে উপস্থিত হয়ে মাপজোক করেন। এসি ল্যান্ড মহোদয় গত ২৫/০২/২০২১ তারিখে নিজাম উদ্দিন ও রুহুল আমিন কে ০৫/০৩/২০২১ তারিখের মধ্যে সরকারি জমি দখলমুক্ত করার নোটিশ দেন। ঘটনাটি কুষ্টিয়া এসি ল্যান্ড মহোদয় এম এ মহাইমেন আল জিহান এর নিকট জানতে চাওয়া হলে তিনি আমাদের জানান নিজামুদ্দিন ও রুহুল আমিনকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ০৫/০৩/২০২১তারিখের মধ্যে সরকারি রাস্তার জমি দখলমুক্ত করার জন্য, উক্ত তারিখের মধ্যে দখলমুক্ত না করলে আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে সরকারি রাস্তা জমি দখলমুক্ত করব। নিজাম উদ্দিন ও রুহুল আমীনের দুর্নীতির কার্যকলাপ দেখতে চোখ রাখুন
Leave a Reply