নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় স্বয়ংবর সভা(ফেইসবুক গ্রুপ) ও জাগ্রত সনাতন সংসদ সংগঠন এর যৌথ উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার(৩১ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কদমতলী,বুরবুরিয়া ও বেড়াজাল গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,আলু,পেয়াজ,সাবান,বিস্কুট,স্যালাইন,নাপা ট্যাবলেট ও ফ্লাজিল।
ত্রাণ বিতরণ করা সংগঠন “স্বয়ংবর সভা” গ্রুপের এডমিন অনুপ চক্রবর্তী ও সদস্যরা জানায়,“দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সামান্য প্রচেষ্টা।আপনারা জানেন সারাদেশে বিভিন্ন ভাবে সবাই বন্যাদুর্গত মানুষদের পাশে দাড়াচ্ছেন।পিছিয়ে নেই সনাতনী সংগঠন ও সমাজ।মন্দিরের প্রণামীর টাকা,দুর্গাপূজার খরচের থেকে টাকা দান করা হয়েছে।সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমাদের এই প্রচেষ্টা।”
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলো স্বয়ংবর সভা ফেইসবুক গ্রুপের এডমিন প্রতাপ চক্রবর্তী,জাগ্রত সনাতন সংসদ সংগঠন এর মহাসচিব বাসুদেব চক্রবর্তী,কোষাধ্যক্ষ উজ্জল চক্রবর্তী,স্বয়ংবর সভা ফেইসবুক গ্রুপের সদস্য ও স্থানীয়রা।
Leave a Reply