কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু, ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে বলে জানা যায়।
১২ জুন শুক্রবার সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলার গংগারহাট বাজার সংলগ্ন আউয়াল মাস্টারের বাড়ীর কাজ করতে নেমে এই ঘটনা ঘটে।
বেরাগুটির আউয়ালের ছেলে আল আমিন(২৫),গংগার হাট বাজারের সাহেব আলীর ছেলে সুজন মিয়া(৩৫)
আহত ফায়ার সার্ভিস কর্মী আবুল হোসেনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।
উল্লেখ্য এলাকার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে সেপটিক ট্যাংকের কাঠ খুলতে নামে ট্যাংকের ভিতর পড়ে যান আল আমিন,তাকে উদ্ধার করতে রশি নিয়ে ঢুকে পড়েন সুজন মিয়া,কিন্তু সুজনের রশি ট্যাংকে ভিতরে খুলে পড়ে যাওয়ায় দুজনেই উঠে আসতে ব্যর্থ হন। ফলে স্থানীয়রা নাগেশ্বরীরর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের মৃত দেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস স্টর অফিসার ইমনের নেতৃত্বে এ উদ্ধার কাজ চালানো হয়। স্টর অফিসার ইমন তাদের মৃত খবর নিশ্চিত করেন।
রুহুল আমিন রুকু
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
১২/৬/২০
Leave a Reply