শাহিনুল ইসলাম লিটনঃ
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে এমদাদুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার আজন সকাল সাড়ে ১১টায় তবকপুর ইউনিয়নের জকরিয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
এমদাদুল হক ওই এলাকার পনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে এমদাদুল তার নিজের আমন ধানের জমি নিড়ানির কাজ করতে যান। তার জমিতে পাশের বাড়ির বিদ্যুৎ
সংযোগের তার ছিড়ে পড়ে থাকলে সেই তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply