নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের ধাইজান পাড়া গ্রামে প্রতিবন্দ্বী শেফালী বেগম ভোগ দখলী সম্পত্তি জবর দখলের চেষ্টায় ব্যর্থ হইয়া রফিকুল ইসলাম সুজনকে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই গ্রামের জাহেদুল ইসলাম পিতা মৃত্যু তফেল উদ্দীন তিনি একই গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দিবাগত ৮ঃ৩০ ঘটিকায় বাদীর প্রতিবন্দ্বী মায়ের ভোগ দখলী জমি জবরদখল করতে না পেরে পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে অতর্কিত ভাবে এলোপাতারী ভাবে মার ডাং শুরু করে এবং পকেটে থাকা ২০,০০০ টাকা অভিযোগভুক্ত বিবাদী মেহেদী হাসান সুমন বাহির করে নেয়। বাদী রফিকুল ইসলাম সুজনের পিতা মোঃ শফিকুল ইসলাম মারপিটের বিষয় জানতে পেরে ছেলে সুজনকে উদ্ধারের চেষ্টা করিলে তাকে ও শক্ত মারপিট করে। বাদী রফিকুল ইসলাম সুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন থাকা অবস্থায় তার সাথে কথা হলে তিনি বলেন,আমার মা একজন প্রতিবন্দ্বী মানুষ তার ভোগ দখলী সম্পত্তি যাহার খতিয়ান নং-১৮৪৮ দাগ নং- ৭২৭৬ মৌজা রনচন্ডী। উক্ত সম্পত্তি দীর্ঘ দিন ধরে জবর দখলের পায়তারা করে আসতেছে। আমি বাধা প্রয়োগ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। আমরা খেটে খাওয়া অসহায় মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযোগ দায়ের করেছি সুষ্ঠ বিচারের আশায়। এ বিষয়ে সেকেন্দার আলীর সাথে কথা হলে তিনি বলেন, তাদের সাথে জমি নিয়ে ঝামেলা আছে।আমরা তাকে মারামারী করি নাই। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।।
Leave a Reply