লিমন হোসেন ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চিত্রানদীর উপর নতুন আধুনিক ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় হয় ২০ জুলাই ২০২২ তারিখ। ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮ শ’ ৬১ টাকা। ব্রীজটি নির্মাণের কাজ এগিয়ে চললেও ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনা কাজের জন্য একদিকে মৃত প্রায় চিত্রানদী ভরাট হতে চলেছে অন্যদিকে ভোগান্তিতে পড়ছে কালীগঞ্জের সাধারণ মানুষ। ব্রিজ নির্মাণের জন্য খোড়া মাটি অন্যত্র না রেখে নদীর মধ্যেই স্তুপ করে রাখা হয়েছে।ফলে ওই স্থানে নদীর গতিপথ বন্ধ হয়ে সরু খালের ন্যায় হয়ে গেছে।এতে করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ চরমভাবে ব্যাহত হচ্ছে। শুধু তাই নয় ব্রীজটি নির্মাণের এই দীর্ঘ সময় পারাপারের জন্য দায়সারাভাবে একটি কাঠের সেতু তৈরি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যেসেতু দিয়ে চলাচল করার মতো কোনো পরিবেশ নেই। সামান্য বৃষ্টিতেই প্রতিনিয়ত ঘটছে নানা ছোটখাট দুর্ঘটনা।প্রতিদিন কাঠের পুল দিয়ে পার হন কালীগঞ্জের একজন ব্যাবসায়ী সিরাজ হোসেন জানান,রাস্তাটি চলার মতো না।প্রতিনিয়ত দূর্ঘটনার ঝুকি নিয়েই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,জনস্বার্থে রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক।
ব্রিজ নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার কনসিক এন্ড বিল্ড লিমিটেড এর সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান,ব্রীজটির কাজের জন্য খননকৃত মাটি এখানেই ফেলার কথা বলা হয়েছে আমাকে।এ মাটিগুলো পুনরায় আবার ব্যবহারের জন্যই এখানে রাখা হয়েছে। সিডিউল অনুযায়ী বাই পাস কাঠের পুল ও হেরিংবোন রাস্তা তৈরি করা হয়েছে। যেহেতু সম্পূর্ণ রাস্তাটি তৈরির নির্দেশনা নায়, সেহেতু আমরা পুরা রাস্তাটি করিনি।
উল্লেখ্য,দেশের মধ্যে নির্মিত আধুনিক টঙ্গী কামারপাড়া ব্রিজের আদলেই কালীগঞ্জের চিত্রা নদীতে আধুনিক ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এ ব্রিজটির দৈর্ঘ্য হলো ৬২ মিটার। ব্রিজের মাঝপথ দিয়ে পরিবহন ও তার দু’পাশ দিয়ে পথচারী এবং রিকসা ভ্যান চলাচলের ব্যবস্থা থাকবে। আধুনিকতার ছোয়ায় অলংকৃত ব্রিজটি নির্মাণ শুরুপরবর্তী ১৬ মাস সময় বেধে দেওয়া হয়েছে।
Leave a Reply