সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির রামনগর গ্রামের শওকত আলির ছেলে ইলিয়াস হোসেন (২০) এর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে এইচ এস সি পরিক্ষার্থী ছিলো বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ৩ এপ্রিল বিকাল ৪ টার সময় তার নিজ বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে রামনগর গ্রামের শওকত আলী শেখের ছোট পুত্র ইলিয়াস হোসেন বিকালে ফসলি জমিতে মটর দিয়ে পানি উঠাতে গিয়েছিল পানি দেওয়ার শেষ হয়ে গেলে তার মাকে বিদ্যুতের প্লাগ ছাড়াতে বলে । প্লাগ ছাড়াতে একটু দেরি হওয়ায় সে মনে করে তার মা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেছে । বিধায় সে বিদ্যুতের তার গোছাতে থাকে হঠাৎ শর্ট সার্কিট হয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি পার্শ্ববর্তী মানুষ জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হয়।ডাক্তার এসে তাকে মৃত বলে ঘোষণা করে।
তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply