বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

কান্দিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড! ? Matrijagat TV

ইমরান হোসাইন, রিপোর্টারঃ
  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২০

 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ইফতারের পূর্ব মূহুর্তে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেন। কান্দিপাড়া বাজারের স্থানীয়রা ও ফায়ার সার্ভিস টিম প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া ছয়টার দিকে জুয়েল কসমেটিক্স থেকে আগুনের সূত্রপাত হয় । মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে । এ সময় ২ টি কাপড়ের দোকান ও ১ টি ষ্টুডিও পুড়ে ছাই হয়ে যায়।

গফরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে গফরগাঁও উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581