কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন গত শুক্রবার জৈন্তা হিল্স টি এষ্টেট এ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জৈন্তার সর্বশেষ প্রাচিন রাজা ইয়াং রাজার টিলা, টিলার উপরে জৈন্তা রাজার পুকুর এবং জৈন্তা হিল্স টি এষ্টেট ও ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড় টিলার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন।
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের বনভোজনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রুহিন, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম এ রহমান জীবন , ক্রীড়া সংগঠক ও ছাত্রনেতা আব্দুল কাদির মুন্না, ফটোগ্রাফার ওসমান গনি, সহযোগী সদস্য ইমরানুল করিম, মারুফ আহমদ, মিহাদুর রহমান জুয়েল, এম এ আদিল আহমদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, ইমন আহমদ রিপন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রাজ প্রমূখ।
উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে দুপুরের লাঞ্চের পর বিকালের বিভিন্ন পর্বে ছিলো খেলাধূলা, গান, অভিনয়, কবিতা আবৃতি ও আলোচনা সভা। বিকালে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply