দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাজিপুরে শুরু হয়েছে বানিয়াজান খাল খনন কাজ। রবিবার ( ৬ জুন) দুপুরে উপজেলার আলমপুর পম্চিম পাড়ায় এই খাল খননের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এই মৌসুমে কাজিপুরের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এই কাজে বরাদ্দের ব্যবস্থা করার পাশাপাশি দ্রুত কাজ শেষ করতে নির্দেশনা দিয়েছেন। বিএডিসির তত্বাবধানে এই খালটির প্রথম পর্যায়ে কাজ হচ্ছে ৬.৮৫ কিলোমিটার। এর মধ্যে রয়েছে মাথাইল চাপড় অংশে .৪৩০ কিলোমিটার, বরইতলা অংশে ২.২৫ কিলোমিটার এবং দুবলাই অংশে ৩.২০ কিলো মিটার। উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম, সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান লিটন মিয়া প্রমূখ। স্থানীয় বাসিন্দা উন্নয়ন কর্মী বরিউল আউয়াল বলেন, খালটি খননের ফলে আলমপুর, মাথাইল চাপড়,খামার পাড়া,বরইতলা,মিরারপাড়া,কাচিহারা ও লক্ষীপুর গ্রামের প্রায় আড়াই থেকে তিন হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসন হবে।
Leave a Reply