শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

কাচঁপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারীসহ আহত ১৫

তানভীর আহাম্মেদ সোনারগাঁও প্রতিনিধি :
  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জের কাচঁপুরে বকেয়া বেতনের দাবিতে সিনহা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় পুলিশের লাঠিচার্জ ও ইট-পাটকেল নিক্ষেপে নারীসহ ১৫ জন আহত হন। জানা যায়, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সিনহা গামের্ন্টসের শ্রমিকরা। এসময় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেয় তারা। পরে পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরাতে গেলে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, গত দুই মাসের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে অনাহারে ও অর্ধাহারে থেকেও কাজে যোগ দিচ্ছে তারা। এসময় সড়ক অবরোধ করলে পুলিশ এসে তাদের লাঠিচার্জ করে। এতে নারীসহ ১৫ জন শ্রমিক আহত হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581