মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে (৪ জুন ২০২১ইং) শুক্রবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকায় শ্রীমঙ্গল ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর এম এ সালাম’এর সার্বিক তত্বাবধানে ও সামাজিক সংঘটন ব্লাডম্যান শ্রীমঙ্গলের সার্বিক সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসীন মিয়া মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর গৌরাঙ্গ বনিক, মোঃ মকবুল মিয়া, মোঃ আব্দুল মতিন প্রমুখ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধু নিজের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে একার্যক্রমের উদ্বোধন করেন। বিকেল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত, শিশু কিশোর ও কিশোরী স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে বৃদ্ধ বয়সী তিন শতাধিক লোকের রক্তের গ্রুপ ফ্রি নির্ণয় করা হয়।
Leave a Reply