রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

কাঁঠালের খোঁজে লোকালয়ে হাতির পাল, রাত জেগে পাহারা গ্রামবাসীর।

আব্দুর রহীম,চট্টগ্রাম থেকে:
  • আপডেট টাইম সোমবার, ২১ জুন, ২০২১
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামের নতুন পাড়া এলাকায় সম্প্রতি হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাতির আক্রমণ ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে আতঙ্কগ্রস্থ গ্রামবাসী। হাতির পালটি লোকালয়ে ঢুকে বাড়িঘর ও গাছের ফলফলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি করছে৷ এতে করে কৃষকরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে হাতির পাল গ্রামে ঢুকতেছে। গতকাল রাতে হাতির পালটি চাকফিরানীর নতুন পাড়ার মোস্তাক আহমদ, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হকের বাড়িতে তাণ্ডব চালায়৷ এসময় তাদের বাড়িতে রক্ষিত গোলার ধান সাবাড় করে ফেলে। এরপর আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি বসত বাড়িতে তাণ্ডব চালিয়ে পাহাড়ে চলে যায়। এ বিষয়ে আমরা সকালে বনবিভাগকে লিখিতভাবে অভিযোগ করব।’ স্থানীয় বাসিন্দা আরমান বলেন, ‘পাহাড়ে খাবার সংকট থাকায় খাবারের জন্য লোকালয়ে প্রবেশ করছে হাতির পাল। এ সময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড়সহ ঘরবাড়ি ভাঙচুর করে। হাতির তাণ্ডব থেকে রক্ষায় হৈ-হুল্লোড়, চিৎকার ও টর্চ লাইটের আলো জ্বেলে তাড়া করছে গ্রামবাসী।’ এ বিষয়ে জানতে চাইলে চুনতি বিট কর্মকর্তা ফরিদ উদ্দিন তালুকদার জনান, ‘বর্ষা মৌসুমে পাহাড়ে খাদ্যের অভাব দেখা দেয়। হাতির পাল কিন্ত কাঁঠালের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে। পাঁকা কাঁঠাল হাতির প্রিয় খাদ্য। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে তদন্তে সাপেক্ষে ক্ষতিপূরণ দেওয়ার দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581