২ এপ্রিল ২০২১ ব্রাক্ষণবাড়িয়া কসবা চারগাছ টু তিনলাকপীর রাস্তা নির্মাণের মাস না যেতে-না যেতেই ভাঙ্গন শুরু হয়েছে। কসবা উপজেলার গুরত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও মালবাহী গাড়ী চলাচল করে । এছাড়া এই সড়কটি দিয়ে পাশ্ববর্তী মোরাদনগর, নবীনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের লোকজনও যাতায়ত করে। গত এক যুগের মধ্যে রাস্তাটি ৪ থেকে ৫ বার সংস্কার করা হয়েছে। কিন্তু কোন সময়ই রাস্তাটি টেকসই হয়নি বরং বারবার মেরামতের কারণে জনগণের ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা নির্মাণ কতৃপক্ষকে দোষারোপ করছেন। স্থানীয় জনগণের প্রত্যাশা কসবার মাননীয় সাংসদ জনাব আনিসুল হক এমপি ( আইন মন্ত্রী) এই রাস্তাটির জন্য দীর্ঘমেয়াদী টেকসই কার্যক্রমের জন্য অচিরেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
Leave a Reply