কলারোয়া উপজেলার মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম পাওয়ায় ডিলার মোঃ মাহাবুবুর রহমানকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।
নিয়ম অনুযায়ী ওএমএসের আওতায় হতদরিদ্রকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা। তবে সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজারে ডিলার মোঃ মাহাবুবুর রহমান জনপ্রতি ২.৫ কেজি ৩ কেজি করে কম দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন ঘটনাস্থলে যান। তাৎক্ষনিকভাবে উক্ত ঘটনার চাউল কম দেওয়ার সত্যতা পাওয়া যায় এবং ডিলার মোঃ মাহাবুবুর রহমান তার চাউল কম দেওয়া অপরাধ স্বীকার করেন।
এ অপরাধে অভিযুক্ত ডিলার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারা ভঙ্গের অপরাধে ৩০,০০০ টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত চাল গ্রহণকারী প্রত্যেককে তাদের প্রাপ্য অবশিষ্ট চাল ফেরত প্রদানের নির্দেশনা দেন।
Leave a Reply