কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে কয়েক জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নিদেশে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে শনিবার সকাল থেকে কলারোয়া পৌরসদরে চৌরাস্তা মোড়, যুগিখালী বাজারে, সরসকাটী বাজারে, ধানদিয়া চৌরাস্তায় সড়কে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ’করোনাভাইরাস প্রতিরোধে সরকারী নিদেশ অমান্য করে মটরসাইকেলের চালকসহ অন্যান্য যানবাহন চলাচলের সময় প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স, হেলমেট না থাকায় কয়েক জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় থানা প্রশাসন, সেনা সদস্যসহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাংবাদিকদের।
Leave a Reply