সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস এর নেতৃত্বে এসআই রাজ কিশোর পাল,এসআই রইচ উদ্দীন পাল, সংঙ্গীয় এএসআই হুমায়ূন, এএসআই নূরআলী,এএসআই তরুন কুমার অধিকারী সহ ফোর্সের সহায়তায় কলারোয়া থানাধীন ৩ নং গদখালী গ্রামস্থ মান্দারতলা কালভাট এর উপর হইতে বাটরা গ্রামের নাজের আলীর কন্যা মাছুরা খাতুন ওরফে (বেবি)(৪০) ও মুরারীকাটি গ্রামের রানা মিয়ার স্ত্রী মোছাঃ রেক্সনা খাতুন(২৬) উভয় থানা কলারোয়া কে শুক্রবার আটক করে আজ আদালতে সোর্পদ করেন।
Leave a Reply