ইমাম হোসেন হিমেল।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা কমিটির পক্ষ হতে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১১:৩০ মিনিটের সময় পটুয়াখালীর কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ.আর মুক্তা, সাধারন সম্পাদক আরিফ সিকদার, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রিমন, সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দোলন, প্রচার সম্পাদক ইমন-আল আহসান, আইন বিষয়ক সম্পাদক নয়নাভিরাম নয়ন গাইন, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ সদস্য এস. কে রঞ্জন, হাজী নাসির উদ্দিন ও মোস্তাফিজুর রহমান সুজন। এছাড়াও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম কলাপাড়া শাখার সাধারন সম্পাদক এস.এম ইলিয়াস জাবেদসহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কলাপাড়া
০৭-১০-২০২০
Leave a Reply