পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের কয়েক হাজার মানুষ মোবাইল কোম্পানির টাওয়ারে সোলার সিস্টেম, আইপিএস ও জেনারেটর ব্যাবস্থা না থাকায় বিদ্যুৎ সংকটে নেটওয়ার্ক সমস্যায় ভুগছে। ইউনিয়নের চাপলী বাজারের নিকটে অবস্থিত দেশের স্বনামধন্য কয়েকটি মোবাইল কোম্পানির টাওয়ারে সোলার, উন্নত আইপিএস ও জেনারেটর ব্যাবস্থা না থাকায় স্থানীয়দের নেটওয়ার্ক সমস্যায় ভুগতে হচ্ছে। সাম্প্রতিক বিদ্যুতের কাজের জন্য প্রায়ই দীর্ঘ সময় ও মাঝে মাঝে নোটিশ দিয়ে কয়েকদিনের জন্য বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। এতে টাওয়ারগুলোতে বিদ্যুতের বিকল্প ব্যাবস্থা না রাখায় স্থানীয় ব্যবসায়ীসহ সাধারন মানুষদের নেটওয়ার্ক বিভ্রান্তিতে পরতে হচ্ছে।
স্থানীয় ভুক্তভোগীরা এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।
Leave a Reply