শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

কলম সাহিত্য সংসদ-লন্ডনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত ? মাতৃজগত টিভি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত কলম সাহিত্য সংসদ-লন্ডনের দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে
বিশ্বের প্রায় একশ টি দেশের কলম প্রেমী নেতৃবৃন্দের ভার্চুয়াল সভায় প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.নজরুল ইসলাম হাবিবীকে “সাহিত্যের বাতিঘর” উপাধি প্রদান-

====================
যুক্তরাজ‍্য ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন’ এর- সহযোগী সংস্থা, ” অক্ষরে অমরতা ” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও মানবাধিকার সংগঠন কলম সাহিত্য সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্বের প্রায় একশ টি দেশের কলম প্রেমী নেতৃবৃন্দের ভার্চুয়াল সভা ৩০ শে সেপ্টম্বর অনুষ্টিত হয়। সভায় প্রতিষ্ঠাতা অধ্যাপক ড.নজরুল ইসলাম হাবিবীকে “সাহিত্যের বাতিঘর” উপাধি দেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি ও শিশু সাহিত্যিক এসএম কুতুবউদ্দিন বখতেয়ার।চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলামের উপস্হাপনা প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কলম সাহিত্য সংসদ লন্ডন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম হাবিবী।প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন ভারতের কলকাতা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক কবি শুভজিৎ দাশ দাঁ।পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অংশ গ্রহন করে বক্তারা বলেন অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী দীর্ঘ কয়েক যুগ লন্ডনের প্রবাস জীবনে থেকেও বাংলা সাহিত্য, মাটি ও মানুষকে ভুলেন নি।তিনি এই সংগঠনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।পৃথিবীর প্রায় অর্ধেক (প্রায় একশত) দেশে তিনি সংগঠনের কর্মকান্ড তথা বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার, প্রসারে কাজ করে যাচ্ছেন।তিনি শুধু সাহিত্যের কল্যানে কাজ করছেন তা কিন্তু নয় মানুষ,মানবতার কল্যানে তিনি কাজ করছেন।তিনি ইতিমধ্যে কলমের নামে মসজিদ,মাদ্রাসা প্রতিষ্ঠা সহ বিভিন্ন সমাজ উন্নয়ন মুলক কাজ করছেন।ভাচুর্য়াল সভায় সকলের মতামতে কলকাতা শাখার সভাপতি- অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীকে “” সাহিত্যের বাতিঘর”” উপাধি দিলে উপস্হিত সবাই করতালির মাধ্যমে তা গ্রহন পূর্বক তাকে অভিনন্দন জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন করুণা আচার্য-সভাপতি,চট্টগ্রাম জেলা,অধ্যাপক
জিতেন্দ্র লাল বড়ুয়া উপদেষ্টা লন্ডন,অধ্যাপক আনোয়ার জামাল,উপদেষ্টা,আমেরিকা,আব্দুল মন্নান সভাপতি,ময়মনসিংহ বিভাগ,ইউনুছ ইবনে জয়নাল,সভাপতি,রাজশাহী বিভাগ,রাহাত মামুন,কো-অর্ডিনেটর, কেন্দ্রীয় কমিটি,মোফাচ্ছেল হক শাহেদ,কো-অর্ডিনেটর মিডল ইস্ট,সোহেল মো: ফখর উদ্দিন, উপদেষ্ট,সঙ্গীতা বরুয়া- সভাপতি, আসাম প্রদেশ,সুলেখা সরকার সভাপতি, দার্জিলিং শাখা, আবদুল হাকিম- সাংগঠনিক সম্পাদক-চট্টগ্রাম বিভাগ,পারভীন আক্তার,সহ সাংস্কৃতিক সম্পাদক -চট্টগ্রাম বিভাগ,জনাব শাহজাহান মজুমদার-সভাপতি,ফেনী জেলা শাখা,নজরুল বাঙ্গালী উপদেষ্টা,মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির -সভাপতি শেরপুর সহ সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় কমিটি,আবুল হোসেন হেলালি- সভাপতি কক্সবাজার,মোঃ আবুল কালাম আজাদ,সৈয়দ শাহিন সহ প্রমুখ।অভিনন্দন জানান- অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা, হাসান আলী সভাপতি আমেরিকার চ্যাপ্টার,কে এম আবু তাহের চৌধুরী,উপদেষ্টা, লন্ডন,রেহানা খানম রহমান উপদেষ্টা, লন্ডন,আবু আজাদ সভাপতি ফ্রান্স চ্যাপ্টার- কো-অর্ডিনেটর, ইউরোপ,দেওয়ান মান্নান সভাপতি মালদ্বীপ,ডক্টর এস এম রফিকুল আলম উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডক্টর আবুল কালাম মোহাম্মদ শাহেদ উপদেষ্টা, ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রিন্সিপাল আবুল হাসান উপদেষ্টা চট্টগ্রাম সিরাজুম মুনির কো-অর্ডিনেটর, আমেরিকা, মুসলিম উদ্দিন জুনুন, সাধারণ সম্পাদক, ওমান শাখা, শহিদুল আলম চৌধুরী সভাপতি, কুয়েত শাখা, ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবিই উপদেষ্টা,স্কটল্যান্ড,ওয়ালিউল হাসানাত উপদেষ্টা, ইংল্যান্ড, বৈদ্যনাথ দাস সভাপতি কর্ণাটক শাখা, ভারত, শুভ্রা দে,সহ-সভাপতি, লণ্ডন। সভায় অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী সবাই কে অভিনন্দন জানান এবং তিনি আগামীতে সবাইকে নিয়ে সাহিত্য ও মানবতার সেবার করার আশাবাদ ব্যক্ত করেন।তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিটিকে সুন্দর আয়োজনের জন্য ও বিশেষ করে সুন্দর ও সাবলীল ও প্রানবন্ত অনুষ্ঠান উপস্হাপনার জন্য মোঃ কামরুল ইসলামকে প্রানঢালা অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581