সিরাজগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে জনসাধারনকে সচেতন করতে বৃহস্প্রতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতনা মুলক লিফলেট বিতরন করেছেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ।
এ ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হাত ধোয়ার ব্যাবস্থার বেসিন স্থাপন করা হয়েছে। প্রতিদিন জেলা প্রশাসক কার্যালয়ে আসা জনসাধরন ও অফিসার কর্মকর্তা ও কর্মচারিদের অফিসে প্রবেশ এবং বের হওয়ার সময় হাত ধোয়ার জন্য এই ব্যাবস্থা করা হয়েছে। এসময় স্থানীয় সরকারের উপপরিচালক রায়হানা ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফিরোজ মাহমুদ,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply