বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আতঙ্কে রয়েছেন বিভিন্ন দেশের মানুষ। জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে।বিদেশ থেকে ফেরত আসা সাত ব্যক্তিকে হোম কোরারেন্টাইনে রাখা হয়েছে। তারা হলেন। ধানুয়া কামালপুর ইউনিয়নের দুই জন, বাট্টাজোড় ইউনিয়নের তিন জন ও বগারচর ইউনিয়নের দুই জন। বিদেশ ফেরতের ১৪ দিন পর্যন্ত তাদেরকে হোম কোয়ান্টোইনে রাখা হবে। কেউ যদি এর ব্যতয় ঘটায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা প্রশাসন।তারা বলেন।উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক নিয়ন্ত্রণে রয়েছেন।প্রতিনিয়ত খোঁজ রাখছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলেছেন।এরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছেন।এবং যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।তাদের সাথে কথা বলতে সতর্কতা অবলম্বন করতে। বিদেশ ফেরত সাত জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী। তিনি আরো বলেন। তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ট আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো বলেন। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের এখানে রাখা হবে। প্রতিটি ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার। তিনি আরো বলেন। কেউ বিদেশ ফিরলেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
Leave a Reply