পুরো বিশ্বের মানুষ যখন সংক্রমণব্যাধি করোনার সাথে যুদ্ধ করছে। এদিকে কক্সবাজারের উখিয়ায় অসহায় ও দরিদ্রদের ত্রাণ সহায়তা দিতে মানবিক কর্মসূচি গ্রহণ করেছে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’। যেহেতু করোনা সংক্রমণ রোধে সব মানুষ নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করছে। তাই গরীব মেহনতি মানুষ গুলোর কথা চিন্তা করে মহতী এই উদ্যোগটি নিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্যরা।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী’র মতামতের ভিত্তিতে বিচ্ছিন্নভাবে না দিয়ে উখিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষুদ্র পরিসরে হলেও ত্রাণ সহায়তার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’।
আসুন, আমাদের চারপাশের মানুষ গুলোর খবর নিই। নিজেদের সাধ্যমত সহযোগিতা করি।
মহতী এই উদ্যোগে সাংবাদিকদের পাশাপাশি সমাজের দানশীল বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা। অনুদান পাঠানোর বিকাশ নাম্বার- ০১৮১৭৩৫০১৩৫ (পার্সোনাল)।
Leave a Reply