আজ ১৫ই মার্চ ২০২১ খ্রিঃ দুপুর ১৪ঃ০০ ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে অনুষ্ঠিত বিএমপি’র মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়। কল্যাণ সভার শুরুতেই অফিসার-ফোর্সদের নানামুখী কল্যান সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহিত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যানমূলক সিধান্ত গ্রহন করেন পুলিশ কমিশনার বিএমপি। এ-সময় তিনি পুলিশ সদস্যদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। পুলিশের প্রতিটি সদস্য বাংলাদেশ পুলিশকে রিপ্রেজেন্ট করে। তাই পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গৃহীত প্রশিক্ষণের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের পেশাদারিত্ব ও জনসেবার মধ্য দিয়ে মানবিক পুলিশ ইউনিট হিসেবে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। নিজেদেরকে সুরক্ষিত রেখে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলায় পেশাদারিত্ব ছাপিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিং কে আরো একবার তুলে ধরতে হবে দেশবাসীর কাছে। করোনা পরিস্থিতিতে বিএমপি’র করোনা ব্যবস্থাপনা কমিটিকে সার্বক্ষণিক তৎপর থাকা সহ সর্বস্তরের জনগণ যেন W.H.O এবং I.E.D.C.R কর্তৃক ঘোষিত সাস্থ বিধি যথাযথ ভাবে পালন করে সে বিষয়ে পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রো-একটিভ পুলিশিং এর অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং ও বিট পলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই সমূলে নির্মূল করতে হবে। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জনসেবা নিশ্চিত করতে হবে। এ-সময় অতিরিক্ত পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব প্রলয় চিসিম মহোদয় পুলিশ সদস্যদের যানবাহন চালানোর ক্ষেত্রে যথাযথভাবে মোটরযান আইন মেনে চলা, পোশাক-পরিচ্ছদ, অস্ত্র-গুলির ব্যবহারসহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এ-সময় বিএমপি’তে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ ছোয়াইব সহ অন্যান্য কর্মকর্তাদের বিএমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার বিএমপি। উল্লেখ্য যে, এ-সময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার-ফোর্সদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার বিএমপি। সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা জনাব মাসুদ রানা এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই, লজিস্টিকস এন্ড সদরদপ্তর জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব ফজলুল করিমসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply