কক্সবাজার জেলাস্থ উখিয়া এবং টেকনাফ উপজেলা সর্বসাধারণ করোনা নিয়ে অতি ঝুঁকিতে আছে।
রোহিঙ্গাদের বেপরোয়া চলাচলের কারণে মানুষ দিশেহারা। সেই সাথে টেকনাফ টু কক্সবাজার গামী মিনিবাস গুলো চলাচল করছে সড়কে, অতি প্রয়োজনে কোন মানুষ ঐবাস গুলিতে উঠলে তারা করোনা কে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করে এবং বাস গুলাতে ব্রৈলার মুরগির মত অতিরিক্ত যাত্রী উঠায়।
কোন সচেতন যাত্রী প্রতিবাদ করলে বাসের হেল্পারেরা বাস থেকে প্রতিবাদিদের নামিয়ে দেয়। বাস চলাচল যতক্ষণ পর্যন্ত বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ করোনা ভাইরাসের ঝুঁকি থেকে বাঁচতে পারবে না।
বিশেষ করে টেকনাফ উপজেলায় ছোট ছোট ইজি বাইক টমটম চালকেরা প্রত্যেক সিটে ৩ জন করে যাত্রী নেওয়াতে অতি ঝুঁকি হয়ে পড়ে সাধারণ মানুষের চলাচল। স্থানীয় সচেতন মহল মিডিয়া কর্মীদের বলেন,এই ধরনের ঝুঁকিপূর্ণ চলাচলের ব্যবস্থা যদি বন্ধ না করা হয় তাহলে আমাদের করোনা ভাইরাস থেকে বাঁচার কোন ধরণের উপায় দেখা যাচ্ছে না। তাঁরা আরো বলেন, প্রসাশনের জোর পূর্বক নজর দারিতে এগুলি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছি।
Leave a Reply