করুনাময়ের করুনা আরাধ্য আমার,
নেহায়েত ভালোবাসি করুনাকে।
বিধাতার করুনার অপপ্রয়োগে,
মানব যখন হয়ে উঠে দানবে!
করুনাময় তখনি উ-কার মুছে,
ও-কারে প্রতিষেধক হেতু নাযিলেন করোনা’কে!
করোনা যদি হয় জালিমের প্রতিষেধক,
সম্ভাষী তারে আমি, ভালোবাসি তারে।
ধর্মভেদের ধ্বজা ধরে শুধু একটি সভ্যতাকে চালিয়ে যাচ্ছে অত্যাচারের স্টীমরোলার, হেনকালে প্রত্যক্ষ বিশ্ব-মানবতা, উদ্বেগজনক ভাবে নির্বিকার !
শুনেছে মজলুমের আহাজারি করুনাময়,
দেখেছে মানুষে মানুষে তারতম্য জগৎময়,
তাই,অসাম্যে সামঞ্জস্যের তরে বিশ্ব আজ করোনা’ময়।
করুনাময়ের একমাত্র করোনা’য় নিস্তব্ধ বিশ্ব,
বেশামাল দম্ভী-অহংকারী-পরাশক্তি,
তবে কেন দেখাও আজ তোর্ ব্যঙ্গ অতিভক্তি!
কোন কালে স্রষ্টা ছাপে না অসাধ্য কিছু,
প্রকৃতির সকল প্রতিশোধ মানবের কর্ম হেতু।
তবুও নিবেদী বিধাতারে আজ আকুতি ভরে,
হে রহমান! ক্ষমা করো,বাঁচাও মোদের, ‘করোনা’ হতে তোমার অপার করুনার ‘পরে।
Leave a Reply