আগামী ১৬ই ফেব্রুয়ারি’ কক্সবাজার জেলা কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে যোগদান করবেন উখিয়ার সাবেক সহকারি কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিক।
পরিশ্রমী প্রশাসনিক কর্মকর্তা জনাব একরামুল ছিদ্দিক ০৭ই জুলাই প্রথম কর্মস্থল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন ।
দীর্ঘদিন সততা ও নিষ্টার সহিত কাজ করার পর ১৫ই সেপ্টেম্বর ২০১৭ ইং হতে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দীর্ঘদিন কর্মরত থাকার পর ৫ই নবেম্বর ২০১৮ ইং হতে ৬ই ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত চট্টগ্রামের বোয়ালখালী সহকারি কমিশনার ভুমি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ততমধ্যে উক্ত উপজেলায় ২০১৯ ইং সালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়ীত্ব পালন করেন ৬ মাস ।
এরপর চট্টগ্রাম কমিশনার অফিস থেকে সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভি ম্যাজিস্ট্রেট হিসেবে পোস্টিং হয়ে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করবেন সৎ নিষ্টাবান ও কর্মঠ এই প্রশাসনিক কর্মকর্তা। তিনি দেশবাসীর নিকট দোয়া কমনা করেন।
Leave a Reply