কক্সবাজারে সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত ছিনতাইকারী, শহর পুলিশ ফাঁড়ি জালে শাওন।
ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার::
কক্সবাজার শহরের একটি ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘদিন তদন্ত করে সিসিটিভি ফুটেজ দেখে সেই ঘটনার মূলহোতাকে আটক করেছে পুলিশ।
জানাযায়, গত ১৪ ফেব্রুয়ারী রোজ (সোমবার) রাত নয়টার দিকে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে শাওন নামের এক ছিনতাইকারীকে আটক করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি একটি চৌকস টিম।
আটককৃত আসামি মোহাম্মদ শাওন (২৩) পিতা মোহাম্মদ হোসেন। পাহাড়তলী, ইসলামপুর, কক্সবাজার। বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন। জানাগেছে, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার সময় কক্সবাজার পৌর শহরের গোলদিঘির পাড়ের বাসিন্দা বীরেন্দ্র শর্মার পুত্র বিকাশ শর্মা (২৮) তার ব্যবসা প্রতিষ্ঠান লালদীঘির পাড় জয় টেলিকম’ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন।
সেই সময় ফেরার পথে ঘোনারপাড়া ইসকন মন্দিরের নিকট পৌঁছালে অজ্ঞাতনামা দুইজন ছেলে ছুরিকাঘাত করে ভিকটিম বিকাশ দে’র ব্যবহৃত মোবাইল ও নগত টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে, শহর পুলিশ ওই ছিনতাইকারীকে ধরতে তৎপর হয়ে উঠে। ঘটনার বিবরন ও সিসিটিভি ফুটেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে শহর পুলিশ ফাঁড়ি।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানা গেছে । উক্ত আসামির বিরুদ্ধে ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply