কক্সবাজারের উখিয়ার আলোচিত পূর্বরত্না বড়ুয়া পাড়ায় ফের খুনের ঘটনা ঘটেছে । এবার জন্মদাতা পিতার হাতে পুত্রের প্রাণহানির ঘটনা ঘটলো।
রবিবার (২৯ ডিসেম্ববর) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ররত্নার আলোচিত ফোর মার্ডার এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পিতা-পুত্রের পারিবারিক সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রাকসেন বড়ুয়া (৩২)। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সুমন্ত বড়ুয়ার ছেলে।
এ ব্যাপারে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন। উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। এসময় খুনের দায়ে পিতা সুমন্ত বড়ুয়াকে আটক করা হয়েছে।
উল্লেখ্য যে গত অক্টোবরের ২৫ তারিখ রাতে ঐ গ্রামে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী, মা, ছেলে ও ভাতিজাকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছিল।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও খুনের ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে। উক্ত ঘটনার প্রায় আড়াই মাস পার হতে চললেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি।
প্রসঙ্গত সাম্প্রতিক কয়েক মাসে উখিয়ায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।
Leave a Reply