টাংগাইলের ভূঞাপুরে ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন ভূঞাপুর উপজেলা প্রসাশন সোমবার (৬ এপ্রিল)কাচাঁ বাজার ও চাউলের দোকান প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই নির্দেশ অমান্যকীকে আইনগত শস্তির আওতায় আনা হবে।দেশ ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমনের প্রতিরোধে সরকারের নির্দেশ মোতাবেক এই নির্দেশনা দেয়া হয়েছে, ওষুধের দোকান ব্যতীত অন্য কোন দোকান খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন।এই বিষয়ে ভূঞাপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল (৫০) জনগনের উদ্দেশ্যে বলেন আপনার ঘরে থাকুন নিরাপদ থাকুন আর আমাদেরও থাকতে দিন।তিনি আরো বলেন আপনারা ঘরে থাকুন সরকার আপনাদের ঘরে ঘরে খাবার দিবে কেউ যদি এই নির্দেশ না মেনে গোপনে দোকান খোলা রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ইতি মধ্যে ভূঞাপুর বাজারসহ উপজেলার সব জায়গায় মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে।
Leave a Reply