কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নস্থ ১নং ওয়ার্ডের দক্ষিণ পাইন্যাশিয়া নামক গ্রামে দেখা গেলো এই চিত্রটি। গ্রামের সকল সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হলো এই ছোট সড়কটি।
নতুন বিদ্যুৎ সংযোগ এর সময় এলাকাবাসীর অজান্তেই এই বিদ্যুৎ খুঁটিটি স্থাপন করা হয় বলে জানান এলাকাবাসীরা। খুঁটি স্থাপনের পর বেশ কয়েকটি ছোট-খাট দুর্ঘটনাও ঘটে এই বিদ্যুৎ খুঁটিকে কেন্দ্র করে। বর্তমানে উক্ত সড়কটির সংস্কারমূলক কাজ চলছে কিন্তু সরানো হয়নি এই বিদ্যুৎ খুঁটিটি । এলাকাবাসীরা স্থানীয় চেয়ারম্যান মহোদায়কে জানালে, তিনি এই বিষয়টিকে আমলে নেননি বলে জানান এলাকাবাসীরা।
এলাকাবাসীর দাবী যাথাশিগ্রই যাতে অপসারণ করা হয় এই বিদ্যুৎ খুঁটিটি। তারা বলেন, বিদ্যুৎ খুঁটিটি অপসারণ করা না হলে এই সড়কে চলাচলে বিঘ্ন ঘটবে এলাকাবাসীর। তারা বলেন “ আমরা চাইনা এই ভুলের মাশুল হিসেবে গ্রামের কারো প্রাণ দিত ”। যথাশিগ্রই সংশ্লিষ্ট বিষয়ে কতৃপক্ষের সু-নজর চান এলাকাবাসীরা।
এবিষয়ে জানার জন্য অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের নিকট মাতৃজগত টিভির ডেস্ক হতে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব না করায় আলাপ করার সুযোগ হয়নি।
Leave a Reply