প্রানঘাতি করোনো ভাইরাসের কারনে কাজ করতে না পারায় অনেক শ্রমিক কষ্টে জীবন যাপন করছে। প্রতিদিন শ্রমিকদের কাজ না করলে তাদের সংসার চলে না। ঠিক তেমনিই বর্তমান সময়ে কাজ না থাকায় সংসার চালাতে কষ্ট হচ্ছে অনেকের। আর এ ধরনের মানুষের মুখে হাসি ফুটাতে তাদের মাঝে ফ্যাক্টরীর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরনের করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। ৫০০ শ্রমিকদের মাঝে প্যাকেজ হিসাবে প্রতি জনের মাঝে চাল,ডাল, আলু, লবন,পেয়াজ, তেল ডিম সাবান বিতরন করা হয়।
গাজীপুর মহানগরীর গাছা থানা দিঘির চালা রোডে ফ্যাক্টরীর সামনে প্রচন্ড রোদে করোনা প্রতিরোধ নিয়মকানুন যথাযথভাবে মেনে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন এ্যামিজিং ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এল এম জিয়াউল হক, এডমিন জেনারেল ম্যানেজার মেহেদি শাহজাহান, এডমিন জেনারেল ম্যানেজার কমান্ডার জামিল আশরাফ, সিনিয়র ম্যানেজার মিষ্টার জিল্লুর রহমান প্রমুখ।
Leave a Reply