এমপি শাওনের অবকাঠামো উন্নয়ন আজ আন্তর্জাতিকভাবে দৃশ্যমান তৈয়্যবুর রহমান (তুহিন) চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: অভূতপূর্ব অবকাঠামো উন্নয়নে এগিয়ে চলছে ভোলা জেলার লালমোহন তজুমুদ্দিনে। সমৃদ্ধ লালমোহন তজুমুদ্দিনে ও স্বপ্নের মডেল উপজেলা গড়ার লক্ষ্যে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এ উপজেলায়। বর্তমান সরকারের আমলে রাস্তাঘাট,ব্রিজ কালভার্ট, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা-সংস্কৃতি, বিদ্যুৎ, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে এ উপজেলায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ইতিপূর্বে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চলমান রয়েছে আরো হাজার হাজার কোটি টাকার অসংখ্য ছোট, বড় উন্নয়ন প্রকল্প। স্থানীয়রা বলছেন, এলাকার সাংসদ, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন তজুমুদ্দিনকে মডেল উপজেলায় পরিণত করার স্বপ্ন লালন করছেন, তার ইতিপূর্বে নানা উন্নয়ন কর্মকান্ডে বহুদূর এগিয়ে গেছে। বাস্তবায়িত দৃশ্যমান বড় বড় প্রকল্পের মাধ্যমে অবহেলিত ভোলা ৩ লালমোহন তজুমুদ্দিন আসন এবং সারাদেশে অন্যরকম এক উপজেলার পরিচিতি লাভ করেছে। স্থানীয়রা বলেন ‘এ উপজেলা সন্ত্রাসীদের এলাকা হিসেবে পরিচিত ছিল। খুন, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের কারণে ভীতিকর জনপদ ছিল লালমোহন তজুমুদ্দিন। এক সময় অপরাধীদের নিরাপদ অভায়রণ্য বলা হতো এ উপজেলাকে। সেই ২০১০ সালের পর থেকে ধীরে ধীরে সেই অশান্ত জনপদটি শান্তির জনপদে পরিণত হয়েছে। ২০১০ থেকে ২০২৩ পর্যন্ত সরকারের অবকাঠামো উন্নয়নে উপজেলার মান-মর্যাদা, পরিচিতি সারাদেশে আরো বিস্তৃত হয়েছে। এলাকার সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, সরকারি বিভিন্ন উন্নয়ন বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে আসার পাশাপাশি নিজের ক্যারিশমোটিক নেতৃত্ব দিয়ে লালমোহন তজুমুদ্দিন উপজেলাকে নানাভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। লালমোহন তজুমুদ্দিন সৌন্দর্য বৃদ্ধি, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষিখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারের পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন করেছেন। তার নেতৃত্ব লালমোহন তজুমুদ্দিন মডেল উপজেলা বাস্তবায়নের কাজ বেশির ভাগই হয়ে গেছে এ উপজেলায়। বাকি বাস্তবায়নাধীন ১৫-২০ শতাংশ কাজ সম্পন্ন হলেই লালমোহন তজুমুদ্দিন চেহেরা আরো পাল্টে গিয়ে হবে আধুনিক মডেল উপজেলা । তথ্যানুসন্ধানে জানা যায়,লালমোহন তজুমুদ্দিন এলাকার মানুষের শহরে যাতায়তের বড় মাধ্যম নৌপথ। জানা যায়, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির দৃশ্যমান উন্নয়নে লালমোহন তজুমুদ্দিন উপজেলায় নির্মিত হয়েছে।জিওব্যাগ ও ব্লক ফেলে উত্তাল মেঘনার ৩৪কিঃমিঃ স্থায়ীবাঁধ নির্মাণ,দুই উপজেলায় দুইটি উপজেলা কমপ্লেক্স ভবন,আধুনিক সম্পুর্ন শীততাপ নিয়ন্ত্রীত উপজেলা অডিটরিয়াম,দুই উপজেলায় দুইটি আধুনিক ডাকবাংলো,সাব রেজিস্ট্রার ভবন,কোস্টগার্ড ভবন, আনসার ভিডিপি ভবন,কৃষি অফিস ভবন, দুই উপজেলায় দুইটি মডেল মসজিদ কমপ্লেক্স,দুই উপজেলায় দুইটি আধুনিক মডেল থানা ভবন, দুই উপজেলায় দুইটি দ্বিতীয় গ্রেডের ফায়ার স্টেশন,দুই উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীতকরণ,ডাওরী বাজার থেকে শেফালী রোড সহ প্রায় ৩৫০ কিঃমিঃ নতুন রাস্তা নির্মাণ ও ২৫০ কিঃমিঃ পুরাতন রাস্তা সংস্কার, উপজেলার বদরপুর ফরহাজগঞ্জ সংযোগ ব্রীজ সহ ১০০ টির মত ছোট বড় গার্ডার ব্রীজ নির্মাণ,দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, এমন কি মধ্যমেঘনায় জেগে উঠা ২৭ হাজার চরবাসীকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়েছে। ৫টি কলেজ,৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৭ টি নতুন প্রাথমিকবিদ্যালয় নির্মাণ করা হয়। কারিগরী শিক্ষার প্রসারে লালমোহনে ভোলা জেলার একমাত্র লালমোহন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হয়। প্রতিটি মসজিদ-মন্দিরের অবকাঠামো উন্নয়ন করা হয়। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ২০২২ সালে লালমোহন তজুমদ্দিনে মোট ১৮টি কলেজ, স্কুল,মাদ্রাসা এমপিও ভূক্ত হয়। এ পর্যন্ত গত ১৪ বছরে মোট ২৫০০শ,টিউবওয়েল স্থাপন করা হয়। এলাকার অবকাঠামো উন্নয়ন সহ ২০০১পরবর্তী লালমোহন-তজুমদ্দিনের সামাজিক মুল্যবোধের যে অবক্ষয় ঘটেছিল বিশেষ করে মাদক,ইভটিজিং,জুয়া বাল্যবিবাহের অপরাধ গুলো কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। তজুমদ্দিন কলেজ সরকারীকরণ করা হয়েছে। পাশাপাশি লালমোহন তজুমুদ্দিন মানুষের চিত্ত বিনোদনের জন্য অত্যাধুনিক ডিজিটাল সজীব ওয়াজেদ জয় পার্ক নির্মাণ করা হয়। লালমোহন ও তজুমদ্দিনে ঘুরলে বর্তমান সরকারের অসংখ্য জনবান্ধবমুখী উন্নয়ন পর্যটকদের দৃষ্টি কাড়ে। এছাড়া আওয়ামীলীগ সহ ১৩টি সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে ,ইউনিয়ন পর্যন্ত কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করেছেন। এ প্রসঙ্গে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বিভিন্ন জনসভায় বলেছেন,লালমোহন তজুমুদ্দিন একটি মডেল উপজেলা গড়াই আমার স্বপ্ন। এ লক্ষ্যে নিয়ে কাজ করছি। লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ বলেন ‘নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সুদক্ষ নেতৃত্বে লালমোহন তজুমুদ্দিনের চেহেরা পাল্টে গেছে। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বলেন ‘নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নেতৃত্বে লালমোহন তজুমুদ্দিন উপজেলায় আওয়ামী লীগ সুসংগঠিত। তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল বলেন, মেঘনার ভাংগন থেকে আমরা রক্ষা পেয়েছি। আমাদের আর চাওয়া পাওয়া নেই। তজুমদ্দিন আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর বলেন, মাননীয় এমপি মহাদয়ের সাংগঠনিক দক্ষতা, শ্রম,মেধা ও সততার কারনে আমরা ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন করতে সক্ষম হয়েছি। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান বলেন, তিনি একজন কর্মীবান্ধ মানবিক নেতা। নেতা কর্মী ছারাও সাধারন মানুষের যে কোন বিপদ আপদে তাকে আমরা কাছে পাই। লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন বলেন ‘নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নেতৃত্ব, পরামর্শ, দিক নির্দেশনার কারণে লালমোহন পৌরসভা এখন নান্দনিক পৌরসভায় পরিণত হয়েছে। মানুষ এখন যেখানে, সেখানে ময়ল
Leave a Reply